চোখের ইশারায় কোটি তরুণকে ঘাঁয়েল করেছিলেন
প্রিয়া প্রকাশ। হাসিতেও জয় করেছিলেন সবার মন। এবার সেই প্রিয়াকে
চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বলিউডের এই মুহূর্তের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাডুকোন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার
খবরে বলা হয়, আগামী সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে মেঘনা গুলজার পরিচালিত, দীপিকা অভিনীত ‘ছপাক’। ছবিটিতে দীপিকাকে অ্যাসিড
আক্রান্ত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর এ ছবিটির শুটিংয়ের বিভিন্ন মুহূর্তের ভিডিও পোস্ট করেছেন
দীপিকা। এমনই এক ভিডিওতে প্রিয়া প্রকাশের মতো করে চোখ টিপ দেন দীপিকা
এবং ভিডিওতে লেখা রয়েছে,
প্রিয়া প্রকাশ ভ্যারিয়ারকে চ্যালেঞ্জ।
দীপিকার কাছ থেকে চ্যালেঞ্জ পেয়ে দারুণ উচ্ছ্বসিত
‘ইশারা কন্যা’
খ্যাত প্রিয়া প্রকাশ। দীপিকার সেই ভিডিওতে
তিনি মন্তব্য করেন, ‘এই বছর এর চেয়ে ভালোভাবে শেষ হতো না! গডেস নিজেই চোখের ইশারা
করেছেন?’
0 Comments