তোর ঐ আঁখির মাঝে
।। মু.সাইদুল শিকদার রণি ।।
আঁখিতে তোর যেন-----
কাঁজল মাখা।
মধ্যেখানে কি যেন!
মায়া আঁকা।
চাইলেই কেন যেন?
আঁখি ফেরে না।
তোর ঐ আঁখির মাঝে।
ভালোবাসার সিন্ধ আঁকে;
আমার এই মনের মাঝে।
তোর আঁখি হাসে যখন-
পল্লবে পুষ্প ছড়ায় তখন।
তোর আঁখি সর্বাক্ষণি,
থাকে যেন হাসি হাসি----
ফেরে না যেন আমার এই আঁখি।
তাং- ২৫.১১.১৪
0 Comments