রাষ্ট্র বিজ্ঞান সমাজবিজ্ঞানের
একটি শাখাবিশেষ;
যেখানে রাষ্ট্র, সরকার এবং রাজনীতি সম্পর্কীয বিষয়াবলী নিয়ে
আলোকপাত করা হয়।
সাধারণভাবে রাষ্ট্রবিজ্ঞান বলতে সে বিষয়টিকে বুঝায়; যা সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক বা রাজনৈতিক
জীবন নিয়ে আলোচনা করে ৷
শব্দগত অর্থে; রাষ্ট্রবিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছ Political Science ৷ এটি এসেছে গ্রিক শব্দ Polis থেকে ৷ যার অর্থ হল 'নগর' ৷ প্রাচীন গ্রিস ও রোমে প্রতিটি নগরকে এক একটি রাষ্ট্র হিসেবে
গণ্য করা হতো ৷
তাই শাব্দিক অর্থে আমরা বলতে পারি যে; নগররাষ্ট্র সম্পর্কে এবং নগররাষ্ট্রের যাবতীয়
সমস্যা ও সমাধান নিয়ে যে শাস্ত্রে অআলোচনা হয় তাকেই বলা হয় রাষ্ট্রবিজ্ঞান ৷
আধুনিক অর্থে; বর্তমানে রাষ্ট্র বলতে নগররাষ্ট্রকে বুঝায় না ৷ সভ্যতার পরিবর্তনের
সাথে সাথে রাষ্ট্রের সংজ্ঞায়ও পরিবর্তন এসেছে ৷ পূর্বে রাষ্ট্রবিজ্ঞান বলতে বুঝাত সে
শাস্ত্রকে;
যে শাস্ত্র মানুষের
রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করত ৷ কিন্তু বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বলতে সমাজবিজ্ঞানের
সে শাখাকে বুঝায়;
যে শাখায় মানুষের রাষ্ট্রীয়
জীবনের নানামুখী বিষয় আলোচিত হয় ৷
প্রামাণ্য সংজ্ঞা: বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা প্রদান
করেছেন যা নিম্নে প্রদত্ত আলোচিত হল:
অধ্যাপক গিলক্রিস্ট এর মতে; ''রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে ৷''
অধ্যাপক গেটেল এর মতে; ''রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত; বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে ৷''
অধ্যাপক বার্জেস এর মতে; ''রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান ৷''
অধ্যাপক উইলোবি এর মতে; ''রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলীর প্রকৃতি নির্ণয় করে
এদের মধ্যে গভীর সম্পর্ক ও যোগসূত্র স্থাপন করে থাকে ৷''
পরিশেষে বলা যায় যে; রাষ্ট্রবিজ্ঞান হল এমন এক সামাজিক বিজ্ঞান যেখানে রাষ্ট্র; রাজনীতি ও রাজনীতির সাথে সংশ্লিষ্ট সকল ব্যবস্থার
তুলনামূলক বিজ্ঞানসম্মত আলোচনা ও পর্যালোচনা করে ৷
0 Comments