(সাম্প্রতিক দিল্লিতে (ভারত) সংগঠিত ধর্মান্ধ কিছু উগ্র হিন্দুবাদিদের
উশৃঙ্খল কর্মকান্ডের প্রতিবাদস্বরূপ এ লেখা)
ধর্মের নামে অধর্ম নয়
লেখক: মো: জাহাঙ্গীর হোসেন
আমি হিন্দুরে ডাকি না মুসলিমরেও ডাকি না
ডাকি না বৌদ্ধ খ্রিষ্টান কিংবা অন্যান্য ধর্মের কাউকে
আপামর জনতা যে মানবতার দুয়ারে উদাত্ত
মানুষ হয়ে বিপদে-আপদে মানুষ হয়ে ডাকি মানুষকে।
বিপথে গিয়ে মানুষনামী কিছু পশু ধর্মের বেড়াজালে মানুষকে করে
আঘাত
মনুষ্যত্বের ঊর্ধ্বে গিয়ে ধর্মের নামে অস্ত্র অস্ত্র খড়গের
তাড়া
এ কেমন বল মনুষ্যত্বের উদাহরণ
মানবতার মানব দন্ড যে আপামর জনতার হাতে পড়ায় হাতকড়া।
একই মানুষ একই জনতা একই রক্ত মাংসে গড়া
মানুষ হয়ে মানুষের প্রতি নির্মমতা
কোনভাবেই মানি না কোনভাবেই মানতে পারিনা
বিবেকের দংশনে দংশিত হয় হুঙ্কর দিয়ে জেগে ওঠে মানবতা।
কুচক্রী মহলের নীলনকশায় কিছু হিন্দু হানে মুসলিমের গায়ে আঘাত
মানবদরদী আপামর হিন্দুই হয় সংখ্যালঘু মুসলিমের রক্ষাবুহের হাতিয়ার
এ হাতিয়ার যে মানবতার হাতিয়ার, এ হাতিয়ারের ফলা সুচারু
ইতিহাস সাক্ষী ইতিহাস উজ্জ্বল ইতিহাসে যে বেঁচে থাকার বাতিঘর।
এ আলোকিত বাতিঘরে ছায়া পরে প্রায়শ:ই
প্রায়শ:ই হিংস্র থাবা এ বাতিঘর কে আঁধারে ঢাকে
মানবতা জানি লুন্ঠিত হয় না কখনো
ধর্মান্ধতার চেয়ে যে মানবতাই উর্ধে থাকে।
সাদা রক্ত নেই, রক্ত লাল, রক্তের যে নেই ভেদাভেদ
ভাষা ও কৃষ্টির তরে মানুষে, মানুষে, জাতিতে জাতিতে ভিন্নতা
তাই বলে তো ধর্মের নামে বিধর্মীর কপোটাঘাত নয়
তবে যে মানুষ সহ্য করবে না এমন অনিয়মের অসভ্যতা।
কেউ মা বলে কেউ মাদার বলে কেউবা মাম বা অন্য কিছু
ভাষার ভিন্নতায় শব্দের বিন্যাস ভিন্ন তাই বলে তো মাতৃত্বে থাকে
না শূন্যতা।
মা মাটি ও দেশের কথা সবার বুকের ভিতর রচিত
ধর্মের কুঠারে দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করা এ যে বড় অজ্ঞতা।
মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ও অনন্য ধর্মালম্বী
জানি তোমরা যে একে অপরের ভাই বোন প্রিয়জন
ধর্মের বিতর্কে যুদ্ধ তর্কে হইওনা লিপ্ত
একে অপরকে সাদরে গ্রহণ করে হওনা অতি আপনজন।
সৃষ্টির সেরা মানুষ মোরা মানুষের শান্তিতেই স্রষ্টা তুষ্ট
ঝগড়া বিবাদ মারামারি হানাহানিতে তোমাদেরই বিনাস
যে কোন ধর্মই যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে ঘৃণা করে
মৃত্যুর আগে কেননা সবাই অর্জন করো মানবতার সুন্দর সুবাতাস।
***************
তারিখ : ০১-০৩-২০২০
0 Comments