করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশের বিপণিবিতান
ও মার্কেট ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত সাত দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ
দোকান মালিক সমিতি। তবে সুপারশপ,
ওষুধ, মুদি দোকান, কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দোকানপাট খোলা থাকবে।
বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন বাংলাদেশ দোকান
মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। আজ রোববার রাত আটটায় তিনি প্রথম আলোকে বলেন, ‘করোনাভাইরাসের কারণে মানুষজন বাসাবাড়ি থেকে কম বের হচ্ছে। দোকানপাটে কোনো বিক্রি
নেই। পরিস্থিতি মোকাবিলায় দোকানমালিকেরাই আমাদের বন্ধ করে দেওয়ার
জন্য অনুরোধ করেছেন।’
সব বিপণিবিতান ও মার্কেটের ব্যবসায়ীরা দোকানমালিক
সমিতির এই সিদ্ধান্ত মানবেন কি না,
জানতে চাইলে হেলাল উদ্দিন বলেন, ‘আশা করছি সবাই মানবে। কারণ,
ব্যবসায়ীদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই আমরা
সাত দিন বিপণিবিতান ও মার্কেট সিদ্ধান্ত নিয়েছি।’
দেশে আজ নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত
বলে শনাক্ত করা হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা
প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বিষয়টি জানিয়েছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭। আর মৃত্যু হয়েছে দুজনের।
0 Comments