পোশাকে প্রাণীর ছবি থাকলে নামাজ হবে?

পোশাকে প্রাণীর ছবি থাকলে নামাজ হবে?

প্রশ্ন : শীতকালে আমরা যে জ্যাকেটগুলো পরি, সেগুলোতে বিভিন্ন প্রাণীর ছবি থাকেসাপ-বিচ্ছুর প্রতীকী ছবি থাকেএগুলো পরে নামাজ পড়া যাবে? পড়লে নামাজ হবে?


উত্তর : প্রাণীর চেহারা স্পষ্ট বোঝা যায়এমন ছবির পোশাক পরে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে গেলেও মাকরুহে তাহরিমি হবে। (ফাতাওয়ায়ে হিন্দিয়া : ১/১০৭)

Post a Comment

0 Comments